Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাদ্য উৎপাদন

ধলা ইউনিয়নের  উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য প্রধানশস্য হচ্ছে ধান। এ ইউনিয়নটি হাওর এলাকা বেষ্টিত হওয়ায় ধানের উৎপাদন সবচেয়ে বেশী। ধানের পরেই সরিষার স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে- খিড়া, বাদাম, মাসকলাই, গম, আলু, ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে  সরিষা ও তিল।  কাউন,  চিনা, ধুন্দা,গম,  যব জাতীয় খাদ্য শস্য  উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে তরমুজ, ক্ষীরা, বাঙ্গি ইত্যাদি।